দেবোনা ভুলিতে

Photo of author

By Zeenat Alam

আমি যে খুঁজি তোমায়,
তুমি হারালে কোথায়।
টকটকে লাল গোলাপ হাতে,
সময় কেটে যায় অপেক্ষাতে।

এদিক ওদিক চেয়ে দেখি
এলে এই বুঝি তুমি,
বোঝোনা কেন গো তুমি বসে আছি
তোমারই পথ চেয়ে এই আমি।

অপেক্ষায় প্রহর গুনি
মনে রঙিন স্বপ্ন বুনি
জ্বালাই বসে সাঁজের বাতি
বোঝোনা কেন গো হৃদয়ের আকুতি!

দিন যায়, রাত যায়
আঁখি মেলে রাখি হায়
জেগে জেগে নীশি ফুড়ায়
তোমায় পাবো মগ্ন সে নেশায়।

ভাবি মম দেব দু-হাত মেলে
তোমায় জড়িয়ে নেবো বলে।
সময় বয়ে বয়ে যায় চলে,
তবে কি আমায় তুমি গেলে ভুলে!

না না না!!! দেবনা ভুলিতে আমায়
আমি যে মায়ার টানে হৃদয়ের
ডোরে বেঁধেছি তোমায়।

জীনাত আলম চৌধুরী
২৮ শে ফেব্রুয়ারী ২০২২, রাত ১:৩০

I miss you, miss you!
Oh dear…
Where did you hide?
A red rose in my hand,
But time goes by waiting for!

I think about you from deep in my heart
Oh My love
You came, came, and came… but NO!
don’t you feel that?
I keep wait and wait for you…

Waiting, waiting…
To weaveing colorful dreams
in my mind
And the evening lits for you
Oh dear…
My heart longs

Days down, night over
I keep my eyes peeled
Waking up at night
I become frenzied
To find you!

I extend my hands
To hug you
Oh my love
Time is passing by…
You fail to remember memoirs?

no, never, no… didn’t let myself scope to forget you,
Oh dear!
Love feelings I have
To tie you up my love

Zeenat Alam Chowdhury
February 28, 2022 at 1:30 am

~Transformation by Alam M

1 thought on “দেবোনা ভুলিতে”

  1. মন ভরেনি, আরো পড়তে ইচ্ছে হচ্ছে! অনেক অনেক ভালোবাসা💞

Comments are closed.