সেদিন বিকেলে সবুজের সমারোহে আমি নিশ্চিত হয়েছিলাম,পৃথিবী সবসময় এমনই থাকবে।রংধনুর মতো সাতরংয়ে পরবে জীবনের যত রোদ,আর আনন্দ স্হির হয়ে জমাট বেঁধে লেগে থাকবে আমার ওম মাখা গায়ে-তখন তোমার হাতের তালুতেই ঘুমিয়ে পড়ব,যেমন গাছ ঝরা পাতাগুলো গড়াগড়ি খায় মায়াবতী মাটির বুকে। আলো আলো করে জীবন চলে যাচ্ছে,রোদ তো প্রতিদিনই উঠে তবু আমি খুঁজে ফিরি কি যেন- সুখ?স্বপ্ন নাকি সঙ্গ? সবই তো …
Read More »