Tuesday , 23 September 2025

আবরার কবির

উষ্ণ আবেশে অন্যত্র

দূরে কোথাও

সেদিন বিকেলে সবুজের সমারোহে আমি নিশ্চিত হয়েছিলাম,পৃথিবী সবসময় এমনই থাকবে।রংধনুর মতো সাতরংয়ে পরবে জীবনের যত রোদ,আর আনন্দ স্হির হয়ে জমাট বেঁধে লেগে থাকবে আমার ওম মাখা গায়ে-তখন তোমার হাতের তালুতেই ঘুমিয়ে পড়ব,যেমন গাছ ঝরা পাতাগুলো গড়াগড়ি খায় মায়াবতী মাটির বুকে। আলো আলো করে জীবন চলে যাচ্ছে,রোদ তো প্রতিদিনই উঠে তবু আমি খুঁজে ফিরি কি যেন- সুখ?স্বপ্ন নাকি সঙ্গ? সবই তো …

Read More »