Tuesday , 23 September 2025

Reshma Akter

যদি হতাম তোমার মতন

যদি হতাম তোমার মতন

আমি যদি তোমার মতন মেঘ হতামকেউ কাঁদাতে পারতো না আমায়কালো কালো জমাট বাঁধা ব্যথাগুলোউড়িয়ে নিয়ে যেতো উত্তুরে হাওয়ায়।আর আমি এক দুঃখ বিলাসী রামধনু হয়েপাখিদের ডানায় ছড়াতাম আবীর, রঙঠিক তোমার মতন।আর, আমি যদি তোমার মতন পাখি হতামগান শুনিয়ে ভুলিয়ে দিতাম, ছুঁয়ে দিতাম খানিকবন্দী হতাম না কারো মনের খাঁচায়দানা খেয়ে উড়ে যেতাম দূরে, বহু দূরেকাঁদাতাম তোমায়, শেখাতাম প্রেম কাকে বলে।মরে গিয়ে আমিও …

Read More »