অসম্ভব যত্ন, মায়া দিয়ে,অনুভুতির ছোঁয়া দিয়েশব্দের কথা বুনে বুনেজীবনের প্রহরগুলো,সাদা খামে লুকোনোযে চিঠি পাঠালোতা তোমার জন্য হয়তোবাক্যের ছিলোকথার ছিল?আমার কাছে তা ছিলঅক্ষরহীন,শব্দহীনশুধুই সাদা কাগজ। তোমার কাছে আকাশ যখনসাত রঙে, রঙিন হয়েগাঢ় নীলের শরৎএরআবাস হলো,তখন আমি শুধুইসাদা কালো মেঘে ভাসিধূসর কোনো রোদ্রু ছায়ায়। তোমার যখনমুক্ত স্বাধীন আকাশঅসীম স্বপ্নীল পৃথিবী।অনাবিল খুশি নিয়েভালোবাসার উচ্ছাস।তখন আমিপরাধীনতার শিকল ভাঙি।বাতাস কেটেআকাশ খুড়েমুক্তি খুঁজে ফিরিসারা দিনরাত। © …
Read More »