Friday , 4 July 2025
A tale of helpless times along with defeated moments

হেরে যাওয়া সময়ের সাথে অসহায় সময়ের কথন

  • প্রেমে পড়েছ বুঝি?
  • হুম্
  • কার? তোমার সাথে তোমার নিজের?
  • হুম্, ভাবছি আরেকবার প্রেমে পড়বো খুব করে
    ভুলে যাব ভুল করা
    ভুলে যাব ভূলমন্ডল
    ভুলে যাব অতীত
    নতুন করে গড়বো আবার
    নতুন কথায় সাজিয়ে
  • তবে তাই হোক, তাই হোক, তাই হোক…
  • হবেনা গো হবে না
    কপালে সবকিছু সবার যে থাকেনা
    একসময় তুমি সময়ও হাত ছেড়ে দিয়ে পালাবে
    চৈতের দুপুরে
  • তাই তো বলেছি, নিজের সাথে প্রেম করো।
    আমি সময় পালাবো না গো
    পালাবো না
    আসুক চৈতের দুপুর কিংবা হিমবাহ
  • কথা দিতে নেই
    সময় তো এমনিতেই পালায়।
    তারচেয়ে বরং তুমি,
    তুমি সময় হয়েই থাকো আষ্টেপিষ্টে মন মননে
    চৈতের দুপুরে হিমবাহে
    এইবার এইভাবেই নিজের সাথে নিজেই প্রেমে পড়বো
    মন দেবো, মন নেবো
    আর তুমি আঁইকা দিও ছবি আমার
    মন মননের!
  • এখন একটু যাই গো সখি রঙতুলি আনিতে
    তুমি আমার-তোমার মনের রঙের শাড়ি পইরা
    দাঁড়াইয়া রইয়ো পথপানে
    আমি সময় রইবো সদা সনে তোমার হয়ে
    আঁধার নামিলে কুপিখানা জ্বালিও
  • আচ্ছা, ফিরে এসে দেখতে পাবে একটা লাল রঙের বউ
    একপ্যাচে লাল শাড়িতে
    কতদিন হইয়ে গেলো
    বউ নামটা যে আমার ধুলোর চাদরে ঢাইকা গেছে!
    তুমি সময় আইসো
    ধইরো হাত, আঁইকা নিও তোমার রঙতুলির ক্যানভাসে
    আর ডাইকো বউ বউ বউ কইয়া
    জানো সময়, এই বউ নামে সে যেন সেই কবে ডেকেছিল!
  • আমি সময় আসিবো সখি
    ডাকিতে পুরোনো নামে –
    বউ বউ বউ…
    দিবো ভুলাইয়া
    সাজাইতে-সাজাইতে আঁকাইতে-আঁকাইতে মম ক্যানভাসে
    কুপির আলোতে
  • হুম্

©আলম – ৬ এপ্রিল ২০২৫ইং, বিকেল ৪টা ৪২মি.

About Alam M

I’m Alam — a writer of words and a seeker of stories hidden in everyday moments. Through my writing, I aim to shape fleeting thoughts into sentences that linger in the mind long after they’ve been read. Words are my canvas, and stories are the colors I paint with.

Check Also

জেন্ডার চেঞ্জ

জেন্ডার চেঞ্জ!

নিজের নামে একটা ফেসবুক আইডি খুললাম – আবদুর রহমান। সুন্দর দেখে নিজের একটা প্রোফাইল পিকচার দিলাম। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *