Friday , 4 July 2025
Khuje Phera

খুঁজে ফেরা

অসম্ভব যত্ন, মায়া দিয়ে,
অনুভুতির ছোঁয়া দিয়ে
শব্দের কথা বুনে বুনে
জীবনের প্রহরগুলো,
সাদা খামে লুকোনো
যে চিঠি পাঠালো
তা তোমার জন্য হয়তো
বাক্যের ছিলো
কথার ছিল?
আমার কাছে তা ছিল
অক্ষরহীন,শব্দহীন
শুধুই সাদা কাগজ।

তোমার কাছে আকাশ যখন
সাত রঙে, রঙিন হয়ে
গাঢ় নীলের শরৎএর
আবাস হলো,
তখন আমি শুধুই
সাদা কালো মেঘে ভাসি
ধূসর কোনো রোদ্রু ছায়ায়।

তোমার যখন
মুক্ত স্বাধীন আকাশ
অসীম স্বপ্নীল পৃথিবী।
অনাবিল খুশি নিয়ে
ভালোবাসার উচ্ছাস।
তখন আমি
পরাধীনতার শিকল ভাঙি।
বাতাস কেটে
আকাশ খুড়ে
মুক্তি খুঁজে ফিরি
সারা দিনরাত।

© ফারহানা সুমনা

About Farhana Sumona

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *