Friday , 4 July 2025
আরশিতে দেখি

আরশিতে দেখি

একদিন হঠাৎ আরশিতে দেখি
আমার আমি তো নাই
আয়নায় পেছনে লুকানো আমিকে
বারবার খুঁজে ফিরি তাই।

সকালে যে নীল আকাশে ভাসে
বিকেলের মেঘ সেই রঙ মাখে।
দক্ষিণের জানালায় জমানো
সকল কাজ খুব ভোরে উঁকি দেয়
ভাবনার সবচাইতে উঁচু ডালে
সেগুলো সাজাবো বলে আপোসের তালা খুলি।

অতঃপর লটারীতে প্রতিদিন যা উঠে
যেভাবে যখন জীবন ডাকে
সেভাবেই আমি ফিরতি পথে বাড়ি ফিরি।
জরুরী সকল কাজ লুকোনোই থাকে
মনের উঁচু তাক অগোছালো থেকে যায়
সময়ের বেড়াজালে বুঝিবা কখনো হারায়?!

শাহনাজ
৬.০৮.২০২২

About Shahnaz Parveen

Check Also

আকাশযান

আকাশযান

মন অগ্রিম ছুটে চলে বাতাসের বেগেলেন দেনের পরোয়া না করেই।পেছনে রেলগাড়ির বগী বোঝাই মালপত্রজংধরা লাইন …

One comment

  1. রুপা মোজাম্মেল

    অসাধারণ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *