Friday , 4 July 2025
Alone

নিঃসঙ্গতার উচ্ছ্বাস

মৃত্যুশীতল নীরবতার সাথে সখ্য ছিল
একাকীত্বকে বরন করে হারিয়ে যাবার
কী এক সুতীব্র সাধ ছিল।

যখন রাত কাটতো নিদারুন অবহেলায়
যখন কান্না গুমড়ে ওঠার দীর্ঘ প্রহর ছিল
রাত জাগা তারাদের আলতো পরশে
ঘুমের বাসনায় সিক্ত হত যন্ত্রনার কপোল।

এখন আড়মোড়া ভাঙে
আত্মজের আকুল আহবানে
এখন নি:সঙ্গতা কলোরব তোলে
নিবিড় আলিঙ্গনে

উচ্ছ্বসিত প্রান্তরে প্রণয়ের দোলা লাগে
এখন বেঁচে থাকার বড় সাধ জাগে।।

– শামীমা শাম্মী

About Shamima Shammi

Check Also

মা, তুমি আর কিছুদিন থাকো