Friday , 4 July 2025
নির্জনতায় তুমি আমি

নির্জনতায় তুমি আমি

নির্জনতায় সঙ্গী করে চাঁদ কে তুমি ডাকো
চাঁদের সাথে আমায় তুমি সঙ্গী করে রেখো
মিষ্টি আলোয় বসবো দুজন পাশাপাশি হয়ে
গল্প কথায় রাত কাটাবো সময় যাবে বয়ে।

নিশি চাঁদের মিষ্টি আলোয় দেখবো নয়ন ভরে
শক্ত করে হাতটি আমার তুমি রেখো ধরে,,
চাঁদনী রাতের আলোয় ছুঁয়ে মৃদু বাতাস বয়
চোখের তারায় মিষ্টি মধুর ভাব বিনিময় হয়।

নিঝুম রাতের পাখি হয়ে রবো মোরা জেগে
গভির রাতে গল্প কথায় ভাসবো দুজন আবেগে
রাতের পরে রাত কাটাবো তোমার সাথে বসে
মনের কথা বলবো তোমায় জমানো যতো আছে।

রাতের শেষে চাঁদ যখন পশ্চিম আকাশে ঢলে
সুখ তারাটা তখন ছুঁটে মেঘের তলে তলে
আলো দিয়ে ক্লান্ত হয়ে ঘুমের দেশে ছুটে
চাঁদের সাথে সেও যে লুকায় মেঘ সীমানার পটে।

ভোরের আলো ফুটে উঠবে পূব আকাশের গায়
এবার বুঝি ফিরতে হবে নির্জন নিলারায়
বিদায় দাও আমায় তুমি মিষ্টি করে হেসে
আবার হবে দেখা মোদের স্বপ্ন আঁকা দেশে।

চাঁদ তারার সাথে মোরাও এলাম ফিরে নীড়ে
ভোরের আলো ছুঁইবে এবার খুব ধীরে ধীরে
আবার এসো প্রিয় তুমি আগামী কোনো রাতে
বলব কথা তোমার সনে হাত রেখে হাতে।

About Kamrun Nahar Bithi

Check Also

তুমি আমার অন্যরকম অনুভুতি

তুমি আমার অন্যরকম অনুভুতি

তুমি মানুষ টা আমার এক অন্য রকম অনুভুতিহৃদয়ের আষ্টেপৃষ্টে জড়ানো তুমিখুব করে অনুভুত হয় তোমাকেবলতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *